নেতৃত্ব বিকাশে করণীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাবি বন্ধুসভার সেমিনার ‘নেতৃত্ব বিকাশে করণীয়’ছবি: বন্ধুসভা

‘নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে’—নেপোলিয়ন বোনাপার্ট
শ্রেষ্ঠ নেতা সে-ই, যাঁর অধীনে কোনো কিছু অর্জিত হলে তাঁর সঙ্গে জড়িত প্রত্যেক মানুষই ভাবেন, সবাই মিলে কাজটি করেছেন। নেতৃত্ব মানে নেতার উপস্থিতিতে যেমন অন্যরা উন্নতি করবেন, তেমনি অনুপস্থিতিতেও সেই উন্নতি বজায় থাকবে। নেতৃত্ব কী এবং নেতৃত্ব বিকাশে করণীয় কী—সেই পথ একজন সফল নেতাই ভালোভাবে দেখাতে পারবেন।

বন্ধুদের নেতৃত্বের বিকাশের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে ‘নেতৃত্ব বিকাশে করণীয়’ শিরোনামে এক সেমিনার। ১০ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তা হিসেবে ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট। তিনি ২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। কীভাবে একজন মানুষের মধ্যে নেতৃত্ব বিকশিত হয়, সেসব দিক নিয়ে আলোচনা করেন হাসান মাহমুদ সম্রাট। একই সঙ্গে জাবিতে নিজের মেয়াদে দায়িত্ব পালন করার সময় কী কী ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়েছিল এবং কীভাবে সেগুলোর সমাধান করেন—তা–ও সবার সামনে তুলে ধরেন তিনি।

হাসান মাহমুদ সম্রাট বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সব সময় ব্যতিক্রমী আয়োজন করে থাকে। এসবের মধ্য দিয়ে বন্ধুসভা এগিয়ে যাক, বন্ধুরা এগিয়ে যাক।’

সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল। উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল সানিসহ অন্য বন্ধুরা।

সেমিনার শেষে জাবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সুমাইয়া জামান বলেন, ‘নেতৃত্ব একধরনের দায়িত্ব, কঠিন আবার সহজ দায়িত্ব। একজন নেতার সবচেয়ে বড় কাজ হলো আরও নেতা তৈরি করে যাওয়া। যাতে ভবিষ্যতে ভালো কাজগুলো চলমান থাকে। নেতারা জন্মায় না, কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিণত হয়।’

সেমিনার শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত ‘ভাষা উৎসব ২০২৪’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাসান মাহমুদ সম্রাট এবং সাবেক সহসভাপতি ইমরান হোসেন। এরপর সবাই মেতে ওঠেন গানের আড্ডায়। গান পরিবেশন করেন বন্ধু দীপ, রিজু ও মৃদুল।

প্রশিক্ষণ সম্পাদক, জাবি বন্ধুসভা