‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’ বিষয়ে জামালপুর বন্ধুসভার পাঠচক্র
‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’ বিষয়ে অনলাইনে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ২১ মার্চ বেলা ১১টায় এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বন্ধুদের আলোচনায় উঠে আসে ডা. ক্যাপ্টেন সিতারা বেগম, তারামন বিবি, কাঁকন বিবিসহ বহু নারীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের কথা।
সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তারামন বিবি সম্পর্কে বলেন, ‘তিনি শুধু মুক্তিযোদ্ধাদের সহায়তাই করেননি; বরং অস্ত্র হাতে নিয়ে সম্মুখযুদ্ধেও অংশগ্রহণ করেছেন। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের জন্য গর্বের। আমাদের উচিত বীর নারীদের যথাযথ সম্মান জানানো এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, যেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিতা তাবাসসুমের আলোচনায় উঠে আসে সুফিয়া কামাল, জাহানারা ইমাম, নীলিমা ইব্রাহিমসহ আরও অনেক নারীর অবদান।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মাওয়া খান বলেন, ‘নারী মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসে যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল, ততটা পায়নি। স্বাধীনতার এত বছর পরেও তাঁদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের দায়িত্ব হলো তাঁদের অবদান তুলে ধরা এবং নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন করা।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা