জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫

বন্ধুসভার জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫গ্রাফিকস : শাকিব হাসান

প্রথম আলো বন্ধুসভা আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার জন্য সারা দেশের স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত যেকোনো নারী শিক্ষার্থীর কাছ থেকে নিম্নলিখিত বিষয়ে ভিডিও আহ্বান করছে। প্রতিযোগিতার জন্য প্রেরিত ভিডিও মূল্যায়ন শেষে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনকে বিশেষ সনদ প্রদান করা হবে।

বিতর্কের বিষয় (যেকোনো একটি বিষয় নির্বাচন করে বিতর্ক করা যাবে)

  • আমি বন্ধনহারা কুমারীর বেণি...

  • একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি...

  • শোষণের শিকল ভাঙে...

বন্ধুসভার জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
গ্রাফিকস : শাকিব হাসান

নিয়মাবলি

  • শুধু নারী বিতার্কিকেরা অংশ নিতে পারবেন।

  • একজন বিতার্কিক শুধু নির্বাচিত একটি বিষয়ে একবার বক্তব্য পাঠাতে পারবেন।

  • নির্বাচিত বিষয়ে সর্বোচ্চ ৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিও বক্তব্য রেকর্ড করে প্রদত্ত ই-মেইলে গুগল ড্রাইভের লিংকটি পাবলিক অথবা এনিওয়ান উইথ দ্য লিংক একসেস পারমিশনসহ পাঠাতে হবে।

  • ভিডিও করার সময় শুরুতেই নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা ও বিতর্কের বিষয় উল্লেখ করে মূল বক্তব্য শুরু করতে হবে।

  • ভিডিও ওয়াইড ফ্রেমে (হরিজন্টাল বা আড়াআড়ি) ধারণ করতে হবে।

  • কোলাহলমুক্ত, নীরব ও পর্যাপ্ত আলোযুক্ত স্থানে ভিডিও ধারণ করতে হবে।

  • ই–মেইল বা ড্রাইভের ডেসক্রিপশন অংশে বিতার্কিকের নাম, জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেণি ও মুঠোফোন নম্বর অবশ্যই লিখতে হবে।

  • ভিডিও পাঠানোর শেষ সময় ২৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।

  • ৮ মার্চ ২০২৫ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বিতর্কবিষয়ক সম্পাদক এম এস আই খান ও জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯৫৫৫৫২০৮৮ অথবা ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়।