বন্ধুসভার আয়োজনে কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

পাঠক সমাবেশে অতিথিরা
ছবি: বন্ধুসভা

‘অন্যদের কাছে আমরা নিচু জাতের অবহেলিত মানুষ হলেও প্রথম আলো বন্ধুসভা সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়, পাশে থাকে।’ কথাগুলো বলছিলেন স্নাতকোত্তর করা হরিজন সম্প্রদায়ের স্বপন কুমার।

গতকাল বুধবার কুড়িগ্রাম কলেজ মোড়ের সাধারণ পাঠাগারে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। সেখানে স্বপন কুমার ও আঁখি রানীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা দুজনই হরিজন সম্প্রদায়ের এবং স্নাতকোত্তর করা। তাঁরা জানান, একাডেমিক শিক্ষা শেষ করেও অবহেলার স্বীকার হচ্ছেন তাঁরা। কেউ চাকরি দিতে চাচ্ছেন না। সমাজে এখনো মূল্যায়ন পান না তাঁরা।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর পাঠক প্রতিক্রিয়া, পুরস্কার বিতরণ, সংগীত পরিবেশন মিলে মুখর থাকে পুরো আয়োজন। নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের বই উপহার দেওয়া হয়।

প্রথম আলোর সেরা পাঠক হিসেবে শুভেচ্ছা জানানো হয় কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হককে। বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু জোবায়ের, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি সফি খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কলামিস্ট নাহিদ হাসান, প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আবদুল খালেক, সাংবাদিক আহসান হাবিব, হুমায়ুন কবির, জুলকারনাইন স্বপন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রতা রায়।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা