বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে ভোলা বন্ধুসভার বন্ধুরা

দেশব্যাপী চলমান পরিস্থিতি মোকাবিলায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ভোলা বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

দেশব্যাপী চলমান পরিস্থিতি মোকাবিলায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে বাজার মনিটরিং ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ভোলা বন্ধুসভার বন্ধুরা। ১০ আগস্ট জেলা শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ভোলা বন্ধুসভার বন্ধুরা

পরে অন্যান্য সংগঠনের সঙ্গে মিলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এ কাজে সহযোগিতা করেন ভোলা বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা নাজমুছ ছাকিব চৌধুরী, সভাপতি মো. আশরাফুল, কার্যকরী সদস্য সাফায়েত হোসেন, রাফি মীর, মুশফিকুল ইসলাম, সায়েম আহমেদ, ফারদিন ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ভোলা বন্ধুসভা