বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে ফেনী বন্ধুসভার পাঠচক্র

ফেনী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বন্ধুসভার গঠনতন্ত্র হলো বন্ধুসভার সংবিধান। প্রথম আলো শুধু একটি সংবাদমাধ্যম নয়; রাষ্ট্রে ও সমাজে শুভ, কল্যাণ ও শ্রেয়োবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের তরুণ সমাজের বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশ পত্রিকাটি নিয়মিত পড়েন। তাঁরা এ দেশের ভবিষ্যৎ নির্মাতা। তাঁদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে।

নিজেকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারা প্রত্যেক তরুণের একটি বড় কর্তব্য। তাহলেই তাঁরা মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মানুষ ও বিশ্বমানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবেন। ৫ জুলাই বিকেলে ‘বন্ধুসভার গঠনতন্ত্র’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ফেনী বন্ধুসভা। প্রথম আলো ফেনী অফিসে এটি অনুষ্ঠিত হয়।

ফেনী বন্ধুসভার পাঠচক্রের আসর।

শুরুতে বইটির সারসংক্ষেপ তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দিপংকর রায় চৌধুরী। একে একে অন্য বন্ধুরাও গঠনতন্ত্র পাঠ করেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি জান্নাত আক্তার, সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, বন্ধু অর্নব রায় চৌধুরী, স্বাক্ষর চক্রবর্ত্তী, আব্দুল্লাহ আল আবিদসহ অন্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা