জেলার নানা স্থানে ১ হাজার ৪০০টি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করছে পাবনা বন্ধুসভা। ২৮ আগস্ট এ কর্মসূচি শুরু হয়।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় প্রথম দিন জেলা সদরের মনোহরপুর গ্রামে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কিছু গাছ রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা। শিক্ষার্থীরা যাতে এই বৃক্ষগুলোর সঠিক যত্ন নিতে পারে, এ ব্যাপারে সচেতনতার পাশাপাশি বৃক্ষ ও মানুষের যে নিবিড় সম্পর্ক, তা নিয়ে আলোচনা করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা বন্ধুসভার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, ব্র্যাক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ বন্ধুসভার অন্য বন্ধুরা। সহযোগিতায় ছিলেন ডা. আহমেদ মোস্তফা, পাবনা বন বিভাগ ও এবিসি কোচিং সেন্টার, পাবনা।
সভাপতি, পাবনা বন্ধুসভা