পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম মানুষদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই সুন্দর। এমনই এক দারুণ সকাল উপভোগ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, সামাজিক সংগঠন ‘তরী’–এর শিশুদের নিয়ে আয়োজন করে ‘জাতীয় শিশু দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা’।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে সামাজিক সংগঠন তরী। এই প্রতিষ্ঠানের ৫৪ জন শিশু ছবি আঁকার প্রতিযোগিতায় মেতে ওঠে। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ‘তরী চত্বরে’ এটি অনুষ্ঠিত হয়। শিশুদের সঙ্গে গল্প ও খেলার ছলে বঙ্গবন্ধুর জীবনী ও শিশু দিবস নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
ছবি আঁকার জন্য বন্ধুসভার পক্ষ থেকে শিশুদের আর্ট পেপার, পেনসিল, রংসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে শিশুরা জাতীয় পতাকা, শহীদ মিনার, ফুল, মাছ, প্রাকৃতিক দৃশ্যের নানা ছবি ফুটিয়ে তুলে।
তিনটি ক্যাটাগরিতে ছবিগুলোকে মূল্যায়ন করা হয়। সেরা ছবি আঁকিয়ের পুরস্কার পায় লাবিব আবদুল্লাহ, আবিদা সুলতানা, কণা, লামিয়া, জুঁই ও মনি। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের পরিচালক আলমগীর কবির এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুনির শিকদার। শিশুদের নিয়ে এ রকম আয়োজনের প্রশংসা করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জাবি বন্ধুসভার সভাপতি হামিদা জান্নাত, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, তরীর সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক সাগর কুমারসহ অন্য বন্ধুরা। তরীর সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বন্ধুসভার এমন আয়োজনকে সব সময়ই সাধুবাদ জানাই। এ ধরনের আয়োজনে সব সময় বন্ধুসভার পাশে থাকবে তরী।’
সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা