বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ছবি: বন্ধুসভা

‘নিজের রক্তের গ্রুপ জানি, নিজের গ্রুপের বন্ধুদের চিনি’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ১১ নভেম্বর সকালে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান। শিক্ষার্থীদের ভয় দূর করতে আলোর পাঠশালার সহকারী শিক্ষক মামুন উর রশীদ প্রথমে রক্তের গ্রুপ পরীক্ষা করান। পরে একে একে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক চিকিৎসক হাবিবুর রহমানের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়িত হয়। পরে বন্ধুরা আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে বন্ধুসভার ২৬তম জন্মদিন উদ্‌যাপন করেন।

সহসভাপতি সিরাতুল জান্নাত জানান, প্রতিবছর শীত ও বন্যায় বন্ধুসভা চরের মানুষের জন্য নানা রকম ভালো কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়া বছরজুড়ে ভালো ভালো কাজ করে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরের শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হলো। এতে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানবে এবং নিজ রক্তের গ্রুপের বন্ধুদেরও চিনতে পারবে।

প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
ছবি: বন্ধুসভা

আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় আজ আলোর পাঠশালার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হলো। এত দিন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা ছিল না। এ জন্য আমরা তাদের আইডি কার্ডে অতীতে রক্তের গ্রুপ লিখতে পারিনি। এ বছর থেকে সবাই তাদের রক্তের গ্রুপ জানল। আমরা একটি খাতায় সেই তথ্য ডেটাবেজ করে রাখলাম। ভবিষ্যতে আইডি কার্ডে ব্যবহার করা যাবে। বন্ধুসভাকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।’

বন্ধু, কুড়িগ্রাম বন্ধুসভা