আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধনে রাবি বন্ধুসভার ইফতার
আত্মশুদ্ধির মাধ্যমে শত্রু-মিত্র বিভেদ ভুলে এক হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে ইফতার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বন্ধুরা বলেন, আত্মশুদ্ধির মাস রমজানের অন্যতম অনুষঙ্গ হলো ইফতার। পুরো দিন রোজা রাখার পর বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতারে যে আনন্দ, তা বছরের অন্য কোনো মাসে দেখা যায় না। রোজাকে কেন্দ্র করে আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য একটি বহু আকাঙ্ক্ষিত মাস। এ সময় ক্লাস-পরীক্ষা থাকে ক্যাম্পাসে, তাই পরিবারের সঙ্গে ইফতার করা হয় না। সময়টা বন্ধুরা মিলে উদ্যাপন করতেছি।’
উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজিদুল হক, অর্থ সম্পাদক শরীফা নাজনীনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, রাবি বন্ধুসভা