দুর্গাপূজায় রাঙ্গুনিয়া বন্ধুসভার সহমর্মিতার উপহার
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার উপহার’ নামে স্বল্প আয়ের মানুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর সকালে উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে স্থানীয় ২৫ জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক অর্পন বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য সোহেল তালুকদার, বন্ধু মোরশেদুর রহমান, মুবিন উদ্দিন, মো. মিজান, চিকিৎসক শিম্পু বড়ুয়াসহ অনেকে।