সৈয়দ শামসুল হকের জন্মদিনে কুইজ প্রতিযোগিতা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে কুইজ প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৯তম জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুল ও কলেজের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

কুইজে সৈয়দ শামসুল হক এবং কুড়িগ্রাম জেলা-সম্পর্কিত প্রশ্ন ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থী টুম্পা রায় বলে, ‘সৈয়দ হককে নিয়ে এমন আয়োজন আগে কখনো দেখিনি। এ ধরনের আয়োজন প্রতিবছর হোক। অংশগ্রহণ করে সৈয়দ শামসুল হক সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান বলেন, ‘বন্ধুসভা সব সময় ভালো কাজ করে। সৈয়দ শামসুল হক আমাদের গর্ব। ওনার জন্মবার্ষিকী উপলক্ষে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মীর্জা আবদুল হাই, কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা কবি অনিন্দ্য আউয়াল, মোখলেছুর রহমান, হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভুবন কুমার শীল, সহসভাপতি নয়ন সরখেল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগাঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া শিমু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেবা তাকিয়া, বন্ধু জান্নাতুল নেছাসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা