পাঠচক্র, বন্ধু আড্ডা ও কুইজ প্রতিযোগিতা

মিরপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির রংধনু লেকের পাড়ে পাঠচক্র, বন্ধু আড্ডা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে মিরপুর বন্ধুসভা। ৭ অক্টোবর বিকেলে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হন বন্ধুরা। এরপর কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশী’ গ্রন্থের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়। বইটি নিয়ে আলোচনা করেন রাফিউল ইসলাম ও ফাহিম আহম্মেদ।

মিরপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্র শেষে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। উপস্থিত বন্ধুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন মুহাইমিনুর রহমান, রাফিউল ইসলাম, তানজিলুর রহমান ও শেখ ইফতেখার রহমান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি অপূর্ব বড়ুয়া।

এ সময় তিনি বন্ধুসভার আসন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। বন্ধুদের উদ্দেশে বলেন, ‘জ্ঞানের পরিধি বাড়াতে প্রচুর বই পড়তে হবে। বন্ধুসভাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

সভাপতি, মিরপুর বন্ধুসভা