রাবি ক্যাম্পাসে মুনির হাসানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বন্ধুরা

বন্ধুদের ফুলের শুভেচ্ছায় সিক্ত মুনির হাসান
ছবি: বন্ধুসভা

রাজশাহীতে প্রথম আলোর ডিজিটাল রূপান্তর ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসানের আগমন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন বন্ধু উৎসবে পরিণত হয়। একত্রিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা।

১ আগস্ট সোমবার বেলা তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফুল দিয়ে মুনির হাসানকে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন তিনি। প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন সবাই। গান পরিবেশন করেন রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক পরয়ার হোসাইন ও রাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হৃদয়।

মুনির হাসান বলেন, বন্ধুসভার বন্ধুরা এভাবেই সর্বদা হাসিখুশি থাকেন। গান করেন, কবিতা আবৃত্তি করেন, নাটক করেন এবং সব সময় ভালোর সাথে আলোর পথে থাকেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো গোমড়া মুখ করে থাকেন না। তাঁরা নিজেরা হাসেন ও অন্যকে হাসায়। বন্ধুরা যাতে আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারেন সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন মুনির হাসান
ছবি: বন্ধুসভা

আড্ডায় উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার সভাপতি সুরুজ সর্দার, সাধারণ সম্পাদক সিফাত হোসেন, সাংগাঠনিক সম্পাদক কে এস কে হৃদয়, অর্থ সম্পাদক আবু সাহাদাত, রাজশাহী জেলা বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, বর্তমান সভাপতি সাব্বির খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ অর্ধশতাধিক বন্ধু।

প্রচার সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা