কর্মের মাধ্যমেই নিজেদের গড়ে তুলতে চান বন্ধুরা

কক্সবাজার বন্ধুসভার বর্ষবরণ আড্ডা ও সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

বর্ষবরণ আড্ডা ও সাংগঠনিক বৈঠক করেছে কক্সবাজার বন্ধুসভা। ১৮ এপ্রিল বিকেলে প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহসভাপতি নুরুল আবছার। তিনি সংগঠনের মৌলিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং নির্দিষ্ট কিছু এজেন্ডা তুলে ধরেন। পরে তা সবাই আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তের জন্য প্রস্তাবনা আকারে পেশ করেন।

পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক কুলচুমা ইয়াসমিন পাঠচক্রের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘পাঠচক্র আমাদের দৈনন্দিন জীবনে পঠনপাঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখে। এতে আমাদের সামগ্রিক মেধা বিকশিত হয়।’

যুগ্ম সাধারণ সম্পাদক মারগুব মোর্শেদ বলেন, সংগঠনের গতিশীলতা বাড়াতে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তায়েফ বিন কাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘সবার সমন্বয়ের ভিত্তিতে ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেহেতু বন্ধুসভা ভালোর সঙ্গে আলোর পথে থেকে মানুষের দুর্দিনে, দুঃসময়ে ঝাঁপিয়ে পড়ে।’

যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘আমাদের বেশি বেশি কর্মশালা করা দরকার। এতে সবার দক্ষতা ও সক্ষমতা বাড়ে। প্রয়োজনে জাতীয় পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে প্রশিক্ষণে সহায়তা নেওয়া।’

সহসভাপতি আবদুল নবী বলেন, ‘আমাদের কর্মকাণ্ডই আমাদের পরিচয়। কর্মেই আমরা নিজেকে গড়ে তুলতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তারেকুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মিজবাবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাজিম উদ্দিন, বন্ধু আবু হানিফ, হুমায়ুন কবির, আল আমিন ও আবু হেনা চৌধুরী।

সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা