মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করল কুমিল্লা বন্ধুসভা

কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কুমিল্লা বন্ধুসভার শ্রদ্ধা নিবেদনছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে কুমিল্লা বন্ধুসভা। এ উপলক্ষে ২৬ মার্চ সকালে কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বিন মোস্তফা, সহসভাপতি শামসুজ্জোহা মৃদুল, সাধারণ সম্পাদক প্রশান্ত কর্মকার, যুগ্ম সম্পাদক মাহির বিন আইয়ুব, সহসাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, দপ্তর সম্পাদক সাকিব হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অতনু ধর, বন্ধু প্রমিত রায়, ফারুক হোসেনসহ অন্য বন্ধুরা।

সভাপতি, কুমিল্লা বন্ধুসভা