ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার করছেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। পরিবার, প্রতিবেশী ও সমাজের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা বন্ধুসভা। ২১ জুলাই বিকেলে এটির উদ্বোধন করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।

এদিন বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা শহরের টাউন ক্লাব পার্শ্ববর্তী আবাসিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার করেন বন্ধুরা। একই সঙ্গে আশপাশের পরিবেশ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, কোথায়ও যেন পানি জমে না থাকে, তার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে শহরের অন্যান্য এলাকায়ও চলবে।

সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মোকাররম বিল্লাহ, প্রচার সম্পাদক তারিক ইসলাম, মুসফিকা জাহান, ইমতে জামিল, সোমা রানী বৈদ্য, শামীম রেজা, ইফতি জামিল, মো. পারভেজ, মো. রহমতুল্লাহ প্রমুখ।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা