টাঙ্গাইল বন্ধুসভার উদ্যোগে চারা গাছ রোপণ ও বিতরণ
সবুজের সমারোহে ভরে উঠুক দেশ, সবুজ যেন না হয় আমার হাতে শেষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ করেছে টাঙ্গাইল বন্ধুসভা। এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে ২ হাজার ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করেন বন্ধুরা।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। গাছগুলো রোপণ ও বিতরণ করা হয়েছে সরকারি সা’দত কলেজ, সরকারি মুহাম্মদ আলী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিন্দুবাসিনী গার্লস স্কুল, কালেক্টরেট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, বিন্দুবাসিনী বয়েজ স্কুল, পলিটেকনিক ইনস্টিটিউট, দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া ও আবাদপুর গ্রাম, নাগরপুর উপজেলার বিভিন্ন স্থান, সদর উপজেলার মুসলিম পাড়া, চৌবাড়িয়া এবং শিবপুর, ঘাটাইল দেওপাড়া ও ভূঞাপুরের বিভিন্ন এলাকায়।
কর্মসূচির উদ্বোধন করেন সরকারি মুহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আরিফ মাহমুদ, টাঙ্গাইল বন্ধুসভার সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক মো. সাদিকসহ আরও অনেকে।
সভাপতি, টাঙ্গাইল বন্ধুসভা