ঈদের আনন্দ হোক সবার জন্য

চট্টগ্রাম বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এবারও শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে চট্টগ্রাম বন্ধুসভা। এর অংশ হিসেবে তিন ধাপে প্রায় ৪০০ শিশু ও তাদের পরিবারের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বন্ধুসভার সদস্যরা নিজেদের অর্থায়নে এ আয়োজন করেন। একদিকে যেমন নতুন জামা পরে আনন্দে ছিল শিশুরা, আরেক দিকে ঈদসামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা ছিলেন তাদের পরিবারের সদস্যরা। প্রত্যেকের মুখের হাসি ছিল আত্মতৃপ্তির।

চট্টগ্রাম বন্ধুসভার সহমর্মিতার ঈদ

চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, ‘শিশুদের হাসিমুখই আমাদের প্রকৃত আনন্দের উৎস। ঈদে পরিবারের সবার মুখে সেমাই, নুডলস দিতে চায় পরিবারের উপার্জনকারী ব্যক্তিরা। কিন্তু অভাবের কারণে অনেক সময় তা হয়ে ওঠে না। তাই এসব মানুষকে উপহার দিতে এই পারলে নিজেদের খুব ভাগ্যবান মনে হয়। আমরা চাই, ঈদের আনন্দ সবাই সমানভাবে উপভোগ করুক।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কৌশিক দাশ, বইমেলা সম্পাদক শান্ত বড়ুয়া, বন্ধু খাদিজা ইসলাম, অথৈ মজুমদার ও আসিফ আহমেদ। বন্ধুরা জানান, ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন, যাতে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা