নড়াইল বন্ধুসভার বৃক্ষরোপণ

গাছের চারা রোপণ করছেন নড়াইলের বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নড়াইল বন্ধুসভা বৃক্ষরোপণ করেছে। ১৭ আগস্ট জেলা শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

এ কর্মসূচির জন্য প্রাচীন বৃক্ষগুলোর প্রজনন ও বৃদ্ধিসম্পন্ন চারা গাছ বেছে নেওয়া হয়। একজন মানুষ যেমন বন্ধু হয়ে অপরের পাশে থাকে, একটি বৃক্ষও তেমনি বন্ধু হয়ে পরিবেশকে সুস্থ ও সুন্দর করে তোলে। আমাদের সুন্দর একটি পরিবেশ উপহার দেয়।

সভাপতি, নড়াইল বন্ধুসভা