‘শ্যামল ছায়া’ পড়ে বন্ধুরা ফিরে যান যুদ্ধদিনের দিনগুলোতে

ভৈরব বন্ধুসভার ১৭৬তম পাঠের আসরছবি: বন্ধুসভা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গৌরবের স্বাধীনতা। দিনটি উপলক্ষে বিশেষ পাঠচক্রের আয়োজন করে ভৈরব বন্ধুসভা। ১৭৬তম পাঠের আসরের বিষয় ছিল জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহেমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্যামল ছায়া’।

‘তাঁর রচিত বিশাল সাহিত্যভান্ডারের এক মহিমান্বিত অংশ দখল করে আছে মুক্তিযুদ্ধ। নিজের বাবাকে যিনি শহীদ হতে দেখেছেন মিলিটারির হাতে। যুদ্ধের পুরো ৯ মাস, প্রাণ হাতে করে ভাইবোন আর মাকে সঙ্গে করে যিনি ছুটে বেড়িয়েছেন নিরাপদ আশ্রয়ের খুঁজে। মুক্তিযুদ্ধকে কীভাবেই-বা ভুলবেন তিনি!’ বলছিলেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানসি নাহার।

গ্রন্থ আলোচনায় বন্ধু মাহমুদুল হাসান বলেন, ‘উপন্যাসের প্রতিটি চরিত্র চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি চরিত্র তাদের গল্প বলছেন। যুদ্ধে আসার কাহিনী, একত্রে অপারেশনের অভিজ্ঞতা আর আসন্ন অভিযানের কথা, সবার কথায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের পটভূমি। বইটিতে পড়তে গিয়ে ফিরে গিয়েছিলাম যুদ্ধ দিনের দিনগুলোতে। মানুষ প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে, কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে রাস্তায়, তরুণেরা গেরিলা যুদ্ধ করছে—এসব বর্ণনা খুব সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন লেখক।’

প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, ‘স্বাধীনতার মাস। এই মাসে পাঠচক্র করার জন্য অন্যতম একটি উপযোগী বই হলো “শ্যামল ছায়া”। উপন্যাসটিতে একটি নৌকার মধ্যে অবস্থানকালীন মুক্তিবাহিনীর উৎকণ্ঠা, সাহস, ভয়, কৌশল—সবকিছুই ফুটে উঠেছে।’

পাঠচক্র শেষে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা আলাল উদ্দিন বলেন, ‘আমাদের সবাইকে মুক্তিবাহিনীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাজাকারদের প্রতি ধিক্কার জানানো উচিত।’ সভাপতি প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সবাই আমাদের শ্যামল-ছায়া মাতৃভূমি বাংলাদেশকে আগলে রাখবো। দেশমাতাকে লালন করব, ধারণ করবো।’

সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ওপর রচিত হুমায়ুন আহমেদের অনেক বই রয়েছে। এর মধ্যে শ্যামল ছায়া উপন্যাসটি অন্যতম। পাঠচক্র ভৈরব বন্ধুসভার প্রাণ। হুমায়ূন আহমেদের বেশ কয়েকটি বই আমরা পাঠচক্রে আলোচনা করেছি।’

পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন বন্ধু ছিদরাতুল রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফ রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামির রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রাহিম আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মহিমা মেধা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহরিয়ার ইবাদ, বন্ধু হৃদয় ইভান, ফাহিমসহ আরও অনেকে।

পাঠচক্র ও পাঠাগার সম্পাদক, ভৈরব বন্ধুসভা