‘মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে না বলবেন’

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

‘আপনারা প্রথম ধাপ অতিক্রম করেছেন মাত্র। আপনাদের জেলা টাঙ্গাইলের অনেক গৌরব রয়েছে। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, দানবীর রণদাপ্রসাদ সাহা, জাদুসম্রাট প্রতুল চন্দ্র সরকার—তাঁদের যে গৌরব রয়েছে, আপনারাও তা বজায় রাখবেন। প্রথম আলো আপনাদের সঙ্গে আছে। আপনারাও প্রথম আলোর সঙ্গে থাকবেন। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে “না” বলবেন। বাংলাদেশ ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে, তা আপনাদের ওপর নির্ভর করবে।’

গত ১৬ জুলাই টাঙ্গাইলে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। জেলা শহরের শিবনাথ উচ্চবিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল বন্ধুসভার সহযোগিতায় এ সময় অংশ নেয় প্রায় দেড় হাজার কৃতী শিক্ষার্থী।

শিবনাথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভালো ফলাফল করেছ। তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে।’

অনুষ্ঠানে জেলার ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম বলেন, ‘তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ, তাদের দায়দায়িত্ব অনেক বেড়ে গেছে। তোমাদের নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে জেলার ১০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন রোস্তম আলী, দীলিপ চন্দ্র কর্মকার, নিতাই চন্দ্র কর, আসাদুজ্জামান আসাদ, আশরাফ হোসেন সুমন, আবদুল মোমেন, বসুদেব দে, শাহানাজ আক্তার, আবদুল গফুর ও সবিতা সরকার।

এর আগে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। সঞ্চালনা করেন টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী জিনিয়া বখশ্। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মফিদুল ইসলাম খান, রকিবুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করা টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কৃতী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ইলমা হোসাইন ও আরাফাত শাহারিয়ার। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সাহা ও অর্মিতা সাহা। সংগীত পরিবেশন করেন টাঙ্গাইলের অন্যতম প্রিয় টাচ্ ব্যান্ডের লিজু বাউলা ও সুফি শামীম।

স্বেচ্ছাসেবী হিসেবে বন্ধুসভার বন্ধুদের মধ্যে ছিলেন সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, নাইমুল হাসান, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক সানজিদা মেহের, প্রচার সম্পাদক রিফাত কাওছার, সাংস্কৃতিক সম্পাদক মামুন খান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, প্রশিক্ষণ সম্পাদক ফারদিনা লাবণী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইসরাত জাহান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক তাসফিয়া ফারিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ রানা, ম্যাগাজিন সম্পাদক শাকিল মিয়া, বন্ধু মেহেদী হাসান, রাকিবুল হাসান, শুভ্রতর সূত্রধর, তৌফিক কিরণ, শাকিল আহমেদ, হাফিজুর রহমান, নুজহাত-ই-তাহলিল, লামিয়া খান, জান্নাতুল ফেরদৌস, শোয়াইব শিকদার, সালমান জামিল, সাদিয়া ইসলাম, আদনান হাসান, শামীম আল মামুন, আবদুল্লাহ আপনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা