‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই প্রথম আলোকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে’

ঝালকাঠিতে প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে সুধী সমাবেশ
ছবি: বন্ধুসভা

‘সত্যে তথ্যে ২৫’ স্লোগানে ঝালকাঠিতে প্রথম আলোর রজতজয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০ নভেম্বর জেলা প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সহযোগিতা করে ঝালকাঠি বন্ধুসভা।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির (সনাক) কামরুন্নেছা আজাদ। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই প্রথম আলোকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। তরুণদের সঙ্গে নিয়ে বন্ধুসভার যে সামাজিক ও মানবিক কার্যক্রম, তা প্রথম আলোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পরিবেশবন্ধু সামসুল হক মনু বলেন, ‘নিষ্ঠার সঙ্গে সত্য সংবাদ উপস্থাপনের কারণেই প্রথম আলো দেশে জনপ্রিয়তার শীর্ষে। প্রথম আলো পরিবেশ নিয়ে অসাধারণ কিছু সংবাদ পরিবেশন করে দেশের কল্যাণে কাজ করছে।’ ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, ‘সিডরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রথম আলো অনেক মানবিক কাজ করেছে। প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয়, এটি দেশের সর্ববৃহৎ মানবিক প্রতিষ্ঠান।’ প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরসার স্থল হচ্ছে প্রথম আলো। সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রথম আলো আপসহীন।’

আরও বক্তব্য দেন ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা ছবির হোসেন, হাসান মাহামুদ, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল আমিন তালুকদার, বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সাবেক সভাপতি শাকিল হাওলাদার, কনা আক্তার, সাধারণ সম্পাদক আজিজুল হক ও বর্তমান সভাপতি মশিউর রহমান। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য সাব্বির হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা