‘বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিনগুলো নিয়ে নিয়মিত পাঠচক্র করা উচিত। তাহলেই তরুণপ্রজন্ম বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’ ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরে এ কথা বলেন বক্তারা।
প্রথম আলোর নারায়ণগঞ্জ অফিসে পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন’। ভাষা আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বন্ধুরা আলোচনা করেন।
উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস বলেন, সামাজিক মাধ্যমগুলোতে অপসংস্কৃতির চর্চা চলছে। সেই সঙ্গে পাশ্চাত্যের বিভিন্ন ভাষা ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষাকে অবহেলা করা হচ্ছে। এসবের মূল কারণ একুশের চেতনা না থাকা।
সহসভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানিরা প্রথম বৈষম্য শুরু করে সংস্কৃতি নিয়ে। ফলস্বরূপ আমরা ২১ ফেব্রুয়ারি পেয়েছি। বর্তমান সমাজে বাংলিশ ব্যবহার করে বাংলাকে অপমান করছে।’
কার্যনির্বাহী সদস্য হাসানুজ্জামান বলেন, ‘১৯৫২-এর ভাষা আন্দোলনকে আমরা বাস্তবে আনতে পারিনি। বাংলা ভাষাকে বিকৃত করা হচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি নয়ন আহমেদ, বন্ধু আব্দুল জাব্বার ও আল ইমরান।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা