বেলা ১১টায় এমসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শিশুরা তাদের রংতুলিতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা ফুটিয়ে তোলে। কেউ কেউ জাতির পিতার ছবি আঁকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টারা। এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ রায়, সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস, অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল বাসিত, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ, এমসি কলেজ বন্ধুসভার সভাপতি উত্তম দাস, সহসভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক ফারহানা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্য বন্ধুরা।
সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা