‘আসুন, বাংলিশ নয়, বাংলায় কথা বলি’

অনুষ্ঠান শেষে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা
‘বন্ধুসভা সৃজনশীলতা বাড়ায়, মানুষকে মানবিক হতে শেখায়।’
ভাইসাব

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের একটি স্মরণীয় দিন। ইতিহাসের এই দিনে জাতির জীবনে বসন্ত এসেছিল একঝাঁক দেশপ্রেমী তরুণের আত্মত্যাগের বিনিময়ে। দিনটি স্মৃতিতে এমনই স্মরণীয় যে একুশের নাম শুনলেই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির কথা স্মরণ করিয়ে দেয়। রক্তে রঞ্জিত অমর ২১ ফেব্রুয়ারি আজ রক্তের প্লাবনের মধ্য দিয়ে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে অধিষ্ঠিত।

দিনটি প্রতিবছরের মতো উদ্‌যাপন করতে ময়মনসিংহ বন্ধুসভা একুশের গান, কবিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। ২১ ফেব্রুয়ারি বেলা তিনটায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে বন্ধুরা নিজ নিজ পরিচয় দেন। শুভেচ্ছা বক্তব্যে সহসভাপতি খালিদ হাসান বলেন, ‘ভাষাশহীদদের স্মরণে আমাদের মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা আরও দৃঢ় করতে হবে। ভাষার অপব্যবহার যাতে না হয়, সে জন্য সচেষ্ট থাকতে হবে।’ বন্ধুদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে বাংলা ভাষা বিকৃতি অহরহ ঘটছে। আমরা ইচ্ছায়-অনিচ্ছায় বাংলা ও ইংরেজির সংমিশ্রণে বাংলিশে কথা বলছি। আজকের দিনে একটাই আহ্বান, আসুন, বাংলিশ নয়, বাংলায় কথা বলি।’

কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক হামিদুল হকের সঞ্চালনায় আলোচনা পর্বে আরও বক্তব্য দেন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ‘ভাইসাব’ নামে সমধিক পরিচিত সামিউল হক ভুঁইয়া। ময়মনসিংহ বন্ধুসভায় কাজ করার সময়কার নানা স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘বন্ধুসভা সৃজনশীলতা বাড়ায়, মানুষকে মানবিক হতে শেখায়। তাই আমাদের উচিত নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করে, স্ব-উদ্যোগে নিজ নিজ কাজ করা।’ আরও বক্তব্য দেন সহসভাপতি মেহেদী হাসান ও অর্থ সম্পাদক শাকিল আহমেদ।

সভায় একুশের কবিতা আবৃত্তি করেন সাধারণ সম্পাদক হামিদুল হক, কার্যনির্বাহী সদস্য মাহমুদুস সালেহীন, তানবীরুল ইসলাম। গান পরিবেশন করেন বন্ধু টুশি ও রাফি। এরপর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এতে ২৫ বন্ধু অংশগ্রহণ করেন। ২১ মিনিটে ২১টি প্রশ্নের উত্তর দেন সবাই। চূড়ান্ত ফলাফলে বন্ধু আল ইমরান, সহসভাপতি মেহেদী হাসান ও কার্যনির্বাহী সদস্য মাহমুদুস সালেহীন বিজয়ী হন। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই দেওয়া হয়।

আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক উম্মে সালমা, বন্ধু হিমেল মাহমুদ, প্রান্তসহ একঝাঁক নতুন বন্ধু।

সহসভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা