প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন, সুস্থ থাকতে চাই সচেতনতা

দাবদাহে হিটস্ট্রোক রোধে সচেতন করতে ও বর্তমান পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় জনসাধারণের মধ্যে তুলে ধরতে হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের লিফলেট বিতরণছবি: বন্ধুসভা

২৩ এপ্রিল, ঘড়িতে তখন বেলা একটা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলতে শুরু করেছে। পথচারীদের নাভিশ্বাস অবস্থা, ফুটপাতে একটু ছায়া খোঁজার ব্যাকুলতা। বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাসে কেউ ছাতা মাথায় দৌড়াচ্ছেন, কেউবা প্রখর রোদ মাথায় নিয়েই ক্লাস ধরতে ছুটছেন। রাস্তার পাশের সবজি বিক্রেতা থেকে শুরু ভ্যানচালক—সবাই প্রখর রোদের মধ্যেই পেটের খোরাক জোগাতে ব্যস্ত। বর্তমানে অসহ্য গরমে সারা দেশের পাশাপাশি দিনাজপুরের চিত্রও এটাই।

চলমান তাপপ্রবাহে সহজেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বাড়ছে নিয়মিত হিটস্ট্রোকে আক্রান্ত মানুষের সংখ্যা। এই পরিস্থিতি বিবেচনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সবাইকে সচেতন করতে ও বর্তমান পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় জনসাধারণের মধ্যে তুলে ধরতে লিফলেট বিতরণ করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকার শ্রমজীবী মানুষের মধ্যে মাথার ক্যাপ বিতরণ করেছেন বন্ধুসভার বন্ধুরা।

সচেতনতামূলক লিফলেটের পাশাপাশি শ্রমজীবী মানুষের মধ্যে মাথার ক্যাপ বিতরণ করেন হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সাধারণ জনগণকেও বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেসব বিষয় তুলে ধরেন বন্ধুরা। বন্ধুদের উপহার দেওয়া ক্যাপ পেয়ে আনারস বিক্রেতা জব্বার বলেন, ‘যে গরম পড়ছে, তাতে বাহারোত বিরায় মুশকিল। কাম না করলে হামরা খামো কী! তোরা হামাক টুপি টা দিলেন, তাতে কিছুটা স্বস্তি পাইছু।’

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা