শিশুদের নিয়ে ফল উৎসব

ফল সংগ্রহ করছে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

বাহারি রকমের দেশীয় ফলের সঙ্গে শিশুদের পরিচিত করা ও সংরক্ষণের লক্ষ্যে প্রথমবারের মতো ফল উৎসব আয়োজন করেছে সৈয়দপুর বন্ধুসভা। ‘মৌসুমি ফল খান, দেহ থেকে রোগ তাড়ান’ স্লোগানে ১১ জুন বিকেলে উপজেলার চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আনারস, তরমুজ, লটকন, সফেদা, ডেউয়া, তালের শাঁস, পেয়ারা, জামরুল, কামরাঙাসহ প্রায় ২০ ধরনের ফল ছিল।

আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, কামারপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন, চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় ও নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা। ফল উৎসব সম্পর্কে অভিমত ব্যক্ত করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি। সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সহসভাপতি শ্রাবণী আক্তার এবং সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ফল সংগ্রহ করছে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা হোসনে আরা লিপি, সাধারণ সম্পাদক আবুজার গিফারী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়া সরকার, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, অর্থ সম্পাদক আয়শা আফিয়া, প্রচার সম্পাদক অপুর্ব, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইমরান নিজাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাধনা রায়, কার্যনির্বাহী সদস্য মারিয়া রিদা, তৃপ্তি রায় প্রমুখ।