মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রভাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছে রাবি বন্ধুসভা। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বন্ধুরা।
বন্ধুরা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বিজয়ের এই অনন্য দিনে আমাদের চাওয়া—জাতীয় গৌরব আরও মজবুত হোক এবং যাঁরা বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি চিরন্তন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অটুট থাকুক।’
তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রাবি বন্ধুসভা