আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ নিয়ে পাঠের আসর

পাঠের আসর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

আহমদ ছফা রচিত ‘যদ্যপি আমার গুরু’ একটি ব্যতিক্রমধর্মী জীবনীমূলক গ্রন্থ। এই গ্রন্থে তিনি তাঁর শিক্ষক জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে অত্যন্ত সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন। গ্রন্থটির প্রতিটি অধ্যায়ে আছে অধ্যাপক রাজ্জাকের ব্যক্তিত্ব, প্রজ্ঞা, জীবনদর্শন, তাঁদের দীর্ঘদিনের আলাপচারিতা ও স্মৃতি।

বইটি কেবল অধ্যাপক আব্দুর রাজ্জাকের জীবনকাহিনি নয়, এটি একটি অসাধারণ সাহিত্যকর্ম যা পাঠককে জ্ঞান, প্রজ্ঞা ও গভীর জীবনবোধের সন্ধান দেয়। আহমদ ছফার লিখনশৈলী এবং অধ্যাপক রাজ্জাকের ব্যক্তিত্বের কারণে বইটি বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে আছে।

৫ ফেব্রুয়ারি ‘যদ্যপি আমার গুরু’ বইটি নিয়ে পাঠচক্র করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরের সবুজ ঘাসে পাঠের আসরটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সভাপতি মেহেদী হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

শুরুতেই লেখকের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বন্ধু ইয়াসির আরাফাত। পরে বইটি নিয়ে আলোচনা করেন মেহেদী হাসান ও মেহেরাজ হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক শরিফ খান। তিনি এসেছিলেন তাঁর রচিত বই উপহার দিতে এবং পাঠচক্রে অংশগ্রহণ করতে। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনমুন জেসমিন, প্রশিক্ষণ সম্পাদক আরবার লাবিব, বইমেলা সম্পাদক আবারার আলভী, সহসভাপতি খাদিজাতুল কোবরা, বন্ধু জেরিন রাইসা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইশিতা জাহানসহ অন্য বন্ধুরা।

পাঠচক্র শেষে সেরা আলোচনার জন্য বন্ধু মেহেরাজ হাসানকে পুরস্কৃত করা হয়।

সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা