সহমর্মিতার ঈদ বাস্তবায়ন নিয়ে গাজীপুর বন্ধুসভার বিশেষ সভা

বিশেষ সভা শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি ও ইফতার মাহফিল বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ১ মার্চ কালিয়াকৈরের সফিপুরে এটি অনুষ্ঠিত হয়।

সভায় বন্ধুসভার উপদেষ্টা ও সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, ‘বন্ধুসভার সহমর্মিতার ঈদ অসাধারণ একটি কার্যক্রম। এ কার্যক্রম থেকে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগতভাবে আমার এলাকায় এটি বাস্তবায়ন করি।’

বিশেষ সভা শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা

প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা সহমর্মিতার ঈদ কর্মসূচি আরও বেশিসংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার শুভাকাঙ্ক্ষী মাই টিভির গাজীপুর প্রতিনিধি এ কে এম শিশির, গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খান, কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেনসহ অন্য বন্ধুরা।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা