‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যাবশ্যক’

যশোর বন্ধুসভার উদ্যোগে জেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

‘গাছ লাগানোর শখ ছোটবেলা থেকেই। আমাদের বাড়ির সামনে যে বড় আমবাগানটা আছে, সেটাও আমার হাতে গড়া। গাছ কোথায় কীভাবে লাগানো হয়েছে, সেটা তোমাদের সবার বাড়ি গিয়ে দেখা তো সম্ভব নয়; তবে দু–একজনের বাড়ি গিয়ে আমি গাছ দেখে আসব।’

১১ জুলাই যশোর বন্ধুসভার উদ্যোগে জেলার বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণের সময় শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান।

এদিন যশোরের শার্শা উপজেলার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বারোমাসি কাটিমন আমের চারা তুলে দিয়েছেন বন্ধুসভার বন্ধুরা। পাশাপাশি দুটি বিদ্যালয়ের ক্যাম্পাসে চারটি বকুল ও কৃষ্ণচূড়াগাছ রোপণ করা হয়। সহযোগিতা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা উপহার
ছবি: বন্ধুসভা

দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এ বছরের প্রতিপাদ্য ‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে, বাঁচা যায়’। এরই মধ্যে যশোর, নওগাঁ, কুমিল্লা, ফেনী, রাঙ্গুনিয়া, ঝালকাঠি, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন বন্ধুসভা এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। অন্যান্য বন্ধুসভাও বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে।

১৫ জুলাই নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী এলাকায় আশার আলো অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বন্ধুসভার উপদেষ্টা মোফাখখার হোসেন খান, ডি এম আবদুল বারী ও সামসুল ইসলাম।

১৪ জুলাই কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলে কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারি বলেন, ‘বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান ও অন্যতম বনজ সম্পদ। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি হয়। এ ছাড়া বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।’

উপহারের বৃক্ষ হাতে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১২ জুলাই বিকেলে পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাজীপুর বন্ধুসভার বন্ধুদের একটি করে বৃক্ষের চারা উপহার দেওয়া হয়। উপহার দিয়েছেন গাজীপুর বন্ধুসভার সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা। তাঁরা জানান, শিগগিরই জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। ১১ জুলাই চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। সেখানে আগত শিক্ষার্থীদের বন্ধুসভার পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

উপহার পেয়ে শিক্ষার্থীরা বলে, ‘এসেছিলাম জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে। এত সুন্দর আয়োজন, খুব ভালো লেগেছে। খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ফলদ গাছের চারা পাওয়ার ঘটনাটি। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ অত্যাবশ্যক। কৃতী শিক্ষার্থীসহ অতিথিদের গাছের চারা উপহার দেওয়ার মতো বন্ধুসভার এ উদ্যোগ দেশপ্রেমেরই অংশ।’

রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ
ছবি: প্রথম আলো

‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে ফেনী বন্ধুসভা। ৪ জুলাই ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি চত্বরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় ১ জুলাই। দিনব্যাপী উপেজেলার বিআইজেড বালিকা উচ্চবিদ্যালয় ও পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২৯ জুন শহরের জেলা জজকোর্টের আশপাশে বৃক্ষের চারা রোপণ ও স্থানীয় মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করে ঝালকাঠি বন্ধুসভা।