জীবনানন্দ দাশের ‘শ্রেষ্ঠ কবিতা’ ও তাঁর জীবন নিয়ে পাঠের আসর করে দিনাজপুর বন্ধুসভা। ৮ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি। তাঁকে নির্জনতার কবি বলা হয়। কারণ, কবিতায় নিঃসঙ্গতা, প্রকৃতি ও সময়ের অনির্দেশ্যতা গভীরভাবে প্রকাশিত হয়েছে। তিনি বাংলা কবিতার আধুনিকতা এনে দেন এবং রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃত।
সহসভাপতি দীপু রায় বইটি সম্পর্কে বলেন, ‘“শ্রেষ্ঠ কবিতা” বইটি শুধু একটি কবিতা সংকলন নয়, এটি বাংলা সাহিত্যের একটি মূল্যবান সম্পদ। জীবনানন্দ দাশের কবিতা বাঙালির মনের গভীরে চিরকাল বেঁচে থাকবে। তাঁর কবিতার মধ্যে যে নিস্তব্ধতা, বিষাদ আর সৌন্দর্য লুকিয়ে আছে, তা পাঠককে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন করে। কবি জীবনানন্দ দাশ ছিলেন প্রকৃতির কবি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে “চিত্ররূপময় কবি” ও বুদ্ধদেব বসু “নির্জনতার কবি” বলে আখ্যায়িত করেছেন।’
জীবনানন্দ দাশ বাংলা কবিতার এক নিভৃতচারী জাদুকর। ‘শ্রেষ্ঠ কবিতা’ বইটি তাঁর শ্রেষ্ঠ রচনাগুলোর একটি সংকলন। যেখানে কবির কাব্যজগতের বিচিত্র রূপ ধরা পড়েছে। বইয়ের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো ‘বনলতা সেন’, ‘আট বছর আগে একদিন’, ‘রূপসী বাংলা’, ‘আমি কিংবদন্তির কথা বলছি’ অন্যতম।
সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারি। পাঠচক্র তারই একটি ধারাবাহিকতা। পাঠচক্র করলে উচ্চারণ শুদ্ধ হয়। অনেক কিছুই জানতে পারি।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন সিংহ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায়, বইমেলা সম্পাদক কৃষ্ণ পদ বর্মন, প্রশিক্ষণ সম্পাদক বিরোশ রায়, দপ্তর সম্পাদক আল আবিক, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডালিম কুমার সরকারসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা