‘প্রকৃতিকে না বাঁচালে আমরাও বাঁচতে পারব না’

দুই লেনের সড়কের মাঝখানে বন্ধুদের বৃক্ষের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

‘আমরা বেঁচে থাকার সবকিছু পাই চারপাশের প্রকৃতি থেকে। প্রকৃতিকে না বাঁচালে আমরাও বাঁচতে পারব না। বৃক্ষনিধন, প্লাস্টিক, বর্জ্য, শিল্পায়নের নামে দূষণসহ নানাভাবে আমরা প্রকৃতির ক্ষতি করছি। এতে রুক্ষ হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। বাড়ছে ঘূর্ণিঝড়, বন‍্যা ও খরার মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তাই দূষণ ও বৃক্ষনিধন বন্ধ করে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ বলছিলেন মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া।

মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে ২৫ আগস্ট প্রথম ধাপে বৃক্ষরোপণ করে মিরপুর বন্ধুসভা। এদিন বিকেল পাঁচটায় রাজধানীর মিরপুরের রূপনগর, আরামবাগসহ বিভিন্ন এলাকায় দুই লেনের সড়কের মাঝখানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

কর্মসূচিতে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন বন্ধু মুহাইমিনুর রহমান ও মোহাম্মদ আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু হৃদয়, তাবাসুম মৃধা, অরুপসহ অন্য বন্ধুরা।

সভাপতি, মিরপুর বন্ধুসভা