১৬০০ গাছের চারা রোপণ ও বিতরণ করল পঞ্চগড় বন্ধুসভা
‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে পঞ্চগড় বন্ধুসভা। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় প্রথম ধাপে ১৭ জুলাই এ কর্মসূচি পালন করা হয়।
এদিন পঞ্চগড় সদর উপজেলার দেওয়ান হাট উচ্চবিদ্যালয়, ফুটকিবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফুটকিবাড়ি এবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসায় ১ হাজার ৬০০ ফলদ গাছের চারা রোপণ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন বন্ধুরা। এর মধ্যে ৭০০টি আম, ৪০০টি পেয়ারা ও ৫০০টি লেবুর চারা ছিল।
বন্ধুসভার বন্ধুরা জানান, শিগগিরই জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মোট ৫ হাজার ৯৫০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুটকিবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, দেওয়ান হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উমের আলী, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, পঞ্চগড় বন্ধুসভার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, ব্র্যাকের পঞ্চগড় জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) উজ্জ্বল সরকার প্রমুখ।