বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে উদ্যোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুদের মতবিনিময় সভাছবি: বন্ধুসভা

রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৭ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুসভার বন্ধুদের কাছে উপজেলায় বন্যায় ডুবে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতঘর নিয়ে বিভিন্ন তথ্য জানতে চান ইউএনও। উপজেলায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের কাঁচা বসতঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দেন বন্ধুরা। তিনি বেশি ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ইউএনও মাহমুদুল হাসান বন্ধুসভার মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনারা বিভিন্ন এলাকায় গিয়েছেন। প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে জানান। চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে।’ তিনি এই দুর্যোগের মুহূর্তে বন্ধুসভার সহযোগিতা চান।

রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে বন্ধুসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হওয়ার কথা জানিয়ে বন্ধুরা বলেন, ‘বন্যাদুর্গত ক্ষয়ক্ষতি মোকাবিলা, দুর্যোগ-দুর্বিপাকে মানবিক যেকোনো কাজে বন্ধুসভাকে ডাকা হলে অবশ্যই সাড়া দেবে।’ উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বন্ধুরা। পরে বন্ধুসভার কর্মকর্তা ও সদস্যদের হাতে অনুদান তুলে ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সহসভাপতি সাইফুল্লাহ সরোয়ার, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, অর্থ সম্পাদক রবিউল মোস্তফা, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, বন্ধু আবদুর রহিম, মোরশেদুর রহমান, আবদুল মুবিন, আশরাফুল ইসলাম, মো. সাইম, মো. ইরফান, মো. রিমু, মোহাম্মদ সজীব, আবিদ শাহ, মো. আসিফ, মো. তাইয়ুম প্রমুখ।