চট্টগ্রাম বন্ধুসভা রোপণ করল ৭,৭০০ গাছ

মাসব্যাপী বৃক্ষরোপণ করেছে চট্টগ্রাম বন্ধুসভাছবি: বন্ধুসভা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড। এখানকার ওয়াজেদিয়া এলাকার এস এম নাসিরউদ্দিন সড়ক নামে একেবেঁকে চলে গেছে একটি রাস্তা। এখানেই দল বেঁধে সড়কের দুই পাশে কদমগাছ লাগিয়েছেন বন্ধুসভার বন্ধুরা। শুধু এখানে নয়, চট্টগ্রাম বন্ধুসভা এবার বৃক্ষরোপণের জন্য নগরের বিভিন্ন এলাকা ছাড়াও ছুটে গিয়েছিল চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, বাঁশখালী ও হাটহাজারী উপজেলায়।

গত ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম বন্ধুসভা নিজস্ব উদ্যোগে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি। নিজস্ব অর্থায়নে দুই হাজার গাছ কিনে বিভিন্ন উপদল করে দেশকে সবুজ করার কাজে ঝাঁপিয়ে পড়েন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। পরিচর্যাকে প্রাধান্য দিয়ে রোপণ করা হয় গাছ। প্রতিদিনই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলে এ কর্মসূচি।

চট্টগ্রাম বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

২০ আগস্ট সকালে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় আসে মোট ৯ হাজার ২০০ গাছ। যার মধ্যে চট্টগ্রাম বন্ধুসভার জন্য বরাদ্দ ছিল ৫ হাজার ৭০০ গাছ। বন্ধুরা সব মিলিয়ে মোট ৭ হাজার ৭০০ গাছ জেলার রাস্তার পাশে, সড়ক বিভাজকে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গায়, বাড়ির আঙিনায়সহ বিভিন্ন স্থানে রোপণ করেন। পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে এ বছরের প্রতিপাদ্য ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’। মাসব্যাপী নিজেরা গাছ লাগানোর পাশাপাশি যাঁদের গাছ রোপণ করার মতো জায়গা রয়েছে, তাঁদের মধ্যেও কিছু চারা বিতরণ করা হয়।

বন্ধুসভার উপদেষ্টা ফাহিম উদ্দিন বলেন, ‘আমার বাড়ির অনেক জায়গা খালি পড়ে ছিল। গ্রামেও নতুন রাস্তা হওয়ার ফলে অনেক গাছ কাঁটতে হয়েছিল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী মিয়ার বাজারে আমার বাড়িসহ আরও প্রতিবেশীদের বাড়ির খালি জায়গাগুলোয় ও এলাকার অনেক যুবকদের নিয়ে নতুন রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করেছি।’

চট্টগ্রাম বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

অর্থ সম্পাদক আহমেদ রেজা বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে একটি জায়গা অনেক দিন ধরে খালি পড়ে ছিল। সেখানে অনেকবার গাছ লাগানোর চিন্তা মাথায় এসেছিল, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। এবার বৃক্ষরোপণ কার্যক্রমটা উৎসবের এক আমেজ সৃষ্টি করেছে। সেই আমেজেই খালি জায়গাটা ভরে উঠেছে আম, কদম আর নিমগাছে।’

চট্টগ্রাম বন্ধুসভার এবারের বৃক্ষরোপণ কার্যক্রমের সমন্বয়ক ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আল সোহেল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইসরাত মিশু।

প্রচার সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা