‘প্রথম আলো সর্বদা সত্য তথ্য তুলে ধরে’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো ও বন্ধুসভার রজতজয়ন্তী পালন
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলো সর্বদা সত্য তথ্য তুলে ধরে। সত্য সংবাদ প্রকাশে প্রথম আলোর সাহসিকতা ও সৃজনশীলতা অনেক। এ ধারা অব্যাহত থাকুক। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সর্বদা ভালোর সাথে আলোর পথে থাকে। বিতর্ক, পাঠচক্র থেকে শুরু করে গান, কবিতা আবৃত্তি সবখানেই বন্ধুদের জয়জয়কার। বন্ধুসভার উত্তরোত্তর সাফল্য কামনা করছি’, বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম নীরব।

১১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের গ্যালারি কক্ষে প্রথম আলো ও বন্ধুসভার রজতজয়ন্তী পালন করা হয়েছে। এ সময় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রিজভী আহমেদ। সঞ্চালনা করেন রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিন।

সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এমন একটি জাতির স্বপ্ন দেখি, যারা সংস্কৃতিতে, সভ্যতায়, শিল্প ও সাহিত্যে উন্নত হবে। সে লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে প্রথম আলো। জাতির পিতার স্বপ্নের আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম আলো বড় অবদান রাখবে।’

সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা