মাইক্রোসফট এক্সেল ব্যবহারবিষয়ক কর্মশালা

হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে মাইক্রোসফট এক্সেল ব্যবহারবিষয়ক কর্মশালা
ছবি: বন্ধুসভা

শিক্ষার্থীদের কর্মক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের লক্ষ্যে মাইক্রোসফট এক্সেল ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ১৮, ১৯ ও ২০ নভেম্বর অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ কর্মশালায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহমেদ। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে অংশগ্রহণকারীরা এক্সেলের ব্যবহারিক জ্ঞান অর্জনে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সাব্বির আহমেদ বলেন, ‘এক্সেল নিয়ে সবারই টুকটাক ভীতি কাজ করে। আশা করব এ কর্মশালার পর সব অংশগ্রহণকারীর ভয়ভীতি দূর হবে।’

বন্ধুসভার এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য শুধু শিক্ষামূলক নয়; বরং তাঁদের পেশাগত জীবনের জন্যও অত্যন্ত উপকারী বলে মত প্রকাশ করেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মির্জা রেদোয়ান বলেন, ‘এই কর্মশালার মাধ্যমে এক্সেলের বেসিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছি, যা একাডেমিক ও পেশাগত জীবনে কাজে আসবে। বন্ধুসভার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মাইক্রোসফট এক্সেল ব্যবহারের প্রতি যে ভয় বা জড়তা রয়েছে, তা দূর করা। পাশাপাশি এক্সেলের বেসিক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখানো। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা এক্সেলের বিভিন্ন ফাংশন, ডাটা অ্যানালাইসিস এবং রিপোর্ট প্রস্তুতির কৌশল সম্পর্কে দক্ষতা অর্জন করেছে।’

কর্মশালায় অংশ নিয়েছেন হাবিপ্রবির প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজন ১৫তম ব্যাচের স্বপন কুমার। তিনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্বপন কুমার বলেন, ‘বন্ধুসভার এমন উদ্যোগ আমাদের পেশাগত দক্ষতা উন্নত করতে সাহায্য করে। এ ধরনের কর্মশালা আরও বেশি বেশি হওয়া উচিত।’

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা