পার্বতীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর

পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বছরের প্রথম পাঠচক্র ও আলোচনা সভা করেছে দিনাজপুরের পার্বতীপুর বন্ধুসভা। ১৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে পূর্বনির্ধারিত বই ছিল শাহারিয়ার শহীদ সম্পাদিত ‘বীরযোদ্ধা উত্তরাঞ্চল রংপুর’।

সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ওমর আহাম্মেদ। ‘বীরযোদ্ধা উত্তরাঞ্চল রংপুর’ বইয়ের আলোচ্য বিষয় বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও তাঁদের রক্তক্ষয়ী সংগ্রাম। ১১ জন মুক্তিযোদ্ধার যুদ্ধকাহিনি উল্লেখ করা হয়েছে। পাঠের আসরে বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হাকিমের যুদ্ধের কাহিনি পাঠ করেন বন্ধুরা।

পাঠচক্র শেষে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন বছরের কার্যপরিকল্পনা, নতুন বন্ধু অন্তর্ভুক্তকরণ ও সংগঠনকে সামনে এগিয়ে নিতে মুক্ত আলোচনায় অংশ নেন বন্ধুরা। সাধারণ সম্পাদক তৌফিক ইসলামের সঞ্চালনায় বৈঠকের সভাপতিত্ব করেন আশিকুজ্জামান আশিক।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদীপ্ত কুমার রায়, বন্ধু মেহেবুবা আক্তার, সহসভাপতি মনিশা রানী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আফিফ হোসেন, অর্থ সম্পাদক অভিজিৎ রায়সহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা