শিশুদের মুখে হাসি ফোটাতে ভোলা বন্ধুসভার উদ্যোগ

ভোলা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে প্রতিবছরই ভোলা বন্ধুসভা শিশুদের নিয়ে আয়োজন করে থাকে সহমর্মিতার ঈদ। এ বছর ব্যতিক্রম হয়নি। ৩০ মার্চ ১০০ জন কোমলমতি শিশুকে রঙিন জামা উপহার ও ১১৫ পরিবারকে ঈদ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বন্ধুরা বলেন, ‘সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একদম প্রত্যন্ত অঞ্চল রাজাপুর জনতা বাজার কোড়ালিয়ার শিশুদের নিয়ে এবারের আয়োজন করা হয়েছে। তাদের মুখে এক টুকরো হাসি ফোটাতে আমরা সারা বছর ধরে অপেক্ষায় থাকি।’

সভাপতি, ভোলা বন্ধুসভা