‘ইস্টিশন পেপার কর্নার’ স্থাপন করল সিরাজগঞ্জ বন্ধুসভা

‘ইস্টিশন পেপার কর্নার’ উদ্বোধনের পর পত্রিকা পড়ায় মনোযোগী এক পাঠকছবি: বন্ধুসভা

অনেকের পত্রিকা পড়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততাসহ বিভিন্ন কারণে তা হয়ে ওঠে না। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই সংবাদ জেনে যাওয়ায় পত্রিকা কেনায় আগ্রহ দেখান না। আবার কেউ কোথাও বসে খবরের কাগজে একটু চোখ বোলাবেন, সেই জায়গাটুকু নেই। পাঠকদের এই সমস্যা দূরীকরণ ও সবার মধ্যে পাঠের অভ্যাস ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ বন্ধুসভা।

সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনের বটতলায় ‘ইস্টিশন পেপার কর্নার’ নামে একটি পাঠকেন্দ্র স্থাপন করেছেন বন্ধুসভার বন্ধুরা। এখানে সাধারণ পাঠকেরা বিনা মূল্যে পত্রিকা ও নানা ধরনের বই পড়ার সুযোগ পাবেন। ৫ জানুয়ারি বিকেলে এটির উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মমিন বাবু। তিনি বলেন, ‘সমাজের সাধারণ পাঠকদের বিনা মূল্যে পত্রিকা পড়ার ব্যবস্থা করে সিরাজগঞ্জ বন্ধুসভা একটি অনন্য কাজের দৃষ্টান্ত স্থাপন করল। “ভালোর সাথে, আলোর পথে” তাদের এই পথচলা এগিয়ে যাক।’

ইস্টিশন পেপার কর্নার তৈরি করায় সাধারণ মানুষ এখানে বসে পত্রিকা পড়ে দেশ-বিদেশের খবরাখবর জানতে পারবেন।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামনা মেহজাবিন

পাঠকেন্দ্রে পত্রিকা পড়তে এসে পাঠক দীপক কুমার বলেন, ‘এই বাজার স্টেশনে প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে। মাঝেমধ্যে দেখা যায়, গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। এখন থেকে সেই অপেক্ষার বিষণ্নতা কাটানোর জন্য ইস্টিশন পেপার কর্নার কাজে আসবে বলে মনে করি।’

সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামনা মেহজাবিন বলেন, ইস্টিশন পেপার কর্নার তৈরি করায় সাধারণ মানুষ এখানে বসে পত্রিকা পড়ে দেশ-বিদেশের খবরাখবর জানতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি চাকরিসংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন।

সভাপতি প্রদীপ সাহা জানান, ইস্টিশন পেপার কর্নারে প্রতিদিন প্রথম আলোসহ স্থানীয় পর্যায়ের তিনটি পত্রিকা সাধারণ পাঠকদের পড়ার জন্য রাখা হবে। এগুলো বন্ধুসভার বন্ধুরা সংগ্রহ করবেন। বন্ধুদের আর্থিক সহায়তায় এটি পরিচালিত হবে। ভবিষ্যতে এখানে ইস্টিশন পাঠাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা