রাঙ্গুনিয়া বন্ধুসভার বসন্তবরণ ও পাঠচক্র

ভালোবাসা দিবসে রাঙ্গুনিয়া বন্ধুসভার বসন্তবরণ ও পাঠচক্রছবি: বন্ধুসভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে ভালোবাসা দিবসে পাঠচক্র ও ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পূর্ব সৈয়দবাড়ী রংধনু পাঠাগারে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। শিক্ষক এম মোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা করেন অতিথিরা। বক্তাদের আলোচনায় ওঠে আসে পাঠচক্রের তাৎপর্য ও বাঙালির জীবনে বসন্তের গুরুত্ব।

পাঠচক্র শেষে রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে জহির রায়হানের উপন্যাস ‘আরেক ফাল্গুন’ নিয়ে মূল আলোচনা উপস্থাপন করেন পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম। অর্থ সম্পাদক রবিউল মোস্তফার সঞ্চালনায় পাঠ আলোচনায় আরও অংশ নেন দপ্তর সম্পাদক কবি শাহী মোহাম্মদ ইলিয়াছ, রংধনু পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাসুদুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার ম্যাগাজিনবিষয়ক সম্পাদক রবিউল হোসেন, বন্ধু ছফুর মিয়া, আবদুর রহিম, রোহানুল ইসলাম, সানজিদা আকতার, সাইমা সুলতানা, জাহেদ হাসান, ইকবাল হোসেন, বেলাল হোসেন, আবিদ শাহ, মো. সাঈদ, জান্নাতুল তামান্না, নুসরাত জাহান, মেহেরুন্নেছা রানী, আয়শা আরজু, মুবিন উদ্দিন, আবিদ শাহ, মো. রাহাত প্রমুখ।

শেষে নির্ধারিত বইয়ের ওপর প্রশ্নোত্তর পর্বে বিজয়ী চারজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়।