হালকা শিশিরভেজা ঘাসে তখন সজ্জিত সকাল তার রূপের আলো ছড়িয়ে যাচ্ছে, ধীরে ধীরে গুটি গুটি পা ফেলে খুলনা জেলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন খেলোয়াড়, দর্শক এবং বন্ধুসভার বন্ধুরা। জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্ত আকাশে বেলুন ওড়ানোর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
২৩ নভেম্বর সেখানে অনুষ্ঠিত হয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা আঞ্চলিক পর্ব। সূর্যের দীপ্ত আলো যতই তার তেজের গতি কমিয়ে দিচ্ছিল, ততই তীব্র বেগে বয়ে চলেছে লড়াই। খুলনা বিশ্ববিদ্যালয় ও নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমর্থকেরা গ্যালারিতে টান টান উত্তেজনায় বসেছিল। খেলোয়াড়দের রুদ্ধশ্বাস চেষ্টায় ১-১ ড্র শেষে ম্যাচের ফল আসে টাইব্রেকারে। তাতে ৫-৪ গোলে জিতে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
এমন জয়ের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে। দলকে অভিনন্দন জানিয়ে গ্যালারি থেকে শিক্ষার্থীরা সারাক্ষণই প্রেরণা দিয়ে গেছেন। অন্যদিকে হতাশায় ডুবেছে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। খুব কাছে গিয়েও তারা পারল না চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে।
এর আগে দিনের প্রথম ম্যাচে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। ১২ মিনিটে শেখ জিয়াউল হক গোল করে নর্থ ওয়েস্টার্নকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি–আক্রমণে ম্যাচ জমে ওঠে। ৫১ মিনিটে খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের পনির আহমেদ মেহেদী গোল পরিশোধ করেন। টাইব্রেকারে শেষ হাসি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের। টাইব্রেকারে দুটি শট আটকে ম্যাচসেরা হন বিশ্ববিদ্যালয়টির গোলরক্ষক আবদুল্লাহ আল তুষার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার জোয়ারদার মিজানুর রহমান, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ জাহাঙ্গীর হোসেন ও দস্তগীর হোসেন নীরা।
দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয় ২-১ গোলে হারিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। প্রথম থেকেই দুই দলের নৈপুণ্য দর্শকেরা উপভোগ করেন। ১১তম মিনিটে হাসানুজ্জামান রনির দুর্দান্ত এক গোলে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলক স্মরণ গোল করে সমতা ফেরান। ২৫তম মিনিটে দলকে আবার এগিয়ে নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জাকিরুল হোসাইন। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ম্যাচসেরা হন খুলনা বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান রনি। দিনটিই ছিল তাঁর। দুটি ম্যাচেই হয়েছেন সেরা। প্রথম ম্যাচ শেষে তাঁর হাতে সেরার পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক জাফর আলী খান ও প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল। আয়োজনটির সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।
আয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন বন্ধুসভার বন্ধুরা। উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার সভাপতি তুহিন রায়, সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, প্রতিনিধি উত্তম মণ্ডল, ফটোসাংবাদিক সাদ্দাম হোসেন, খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, বন্ধু শেখ হাফিজুর রহমান, রহমাতুল্লাহ, পাপন কংস বণিক, ইমন মিয়া, ফারজানা যুক্তি, ফারজানা আক্তার, সালমান আহমেদ, ফাহাদ আল শান্ত, আবু বকর সিদ্দিক, মাহাদী হাসান, ইখতিয়ার উদ্দিন, অর্ণব মন্ডল, শাম্মী আক্তার, জান্নাত আক্তার, প্রথমা, অর্ণব মণ্ডল, শ্রেয়ান রায়স, সৌরভ আহমেদসহ অন্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা