শিশুদের হাতে হাবিপ্রবি বন্ধুসভার ঈদ উপহার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে শিশুদের হাতে হাবিপ্রবি বন্ধুসভার ঈদ উপহারছবি: বন্ধুসভা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর সেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবারও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করল ‘সহমর্মিতার ঈদ’।

২৪ মার্চ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার কিছু সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদবস্ত্র তুলে দেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক মিজানুর রহমান এবং ক্রপ ফিজিওলজি ও ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক।

সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদবস্ত্র তুলে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শিশুদের উদ্দেশে সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক বলেন, ‘এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন এরাই অন্য আরও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে, তাদের হাতে ঈদ উপহার তুলে দেবে।’ অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার এই কথার সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি বন্ধুসভা যেন এভাবে আরও ইউনিক কাজ করে যায়, এই আশা ব্যক্ত করেন।

অধ্যাপক মিজানুর রহমান তাঁর বক্তব্যে প্রথম আলো বন্ধুসভাকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটি-২০২২-এর সভাপতি রাকিবুল ইসলাম। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সৌরভ রাজ। আর্থিক সহযোগিতা করেন উপদেষ্টা ও ক্রিয়েটিভ ম্যাথ সেন্টার।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা