মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর রজতজয়ন্তী

সনদ হাতে ‘মেধা অন্বেষণ পরীক্ষা’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

‘ভালো মানুষ হতে গেলে আমাদের সৎ হতে হবে। সৎ মানুষ হওয়ার জন্য সত্য কথা বলতে হবে। প্রথম আলোর স্লোগান হলো সত্যে তথ্যে। অর্থাৎ সত্য ও বস্তুনিষ্ঠ খবরের মাধ্যমে প্রথম আলো সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আর প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা বরাবরের মতোই সব ভালো কাজের সঙ্গে যুক্ত আছে’, বলছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ জসিম উদ্দিন।

প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ৭ নভেম্বর বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সেমিনার কক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাভাবিপ্রবি বন্ধুসভা আয়োজিত এই সুধী সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বন্ধুসভার বন্ধুরা।

লাইফ সায়েন্স অনুষদের ডিন ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমরা যারা বন্ধুসভার সঙ্গে যুক্ত আছ, তারা নিঃসন্দেহে ভালো মানুষ। কারণ, তোমরা সব সময় ভালো কাজের সঙ্গে আছ। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এসব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমেই তোমাদের মনুষ্যত্ব বিকশিত হবে। তোমাদের কাজ শুধু পড়াশোনা নয়, সমাজের জন্যও কাজ করতে হবে।’

অনুষ্ঠান শেষে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শুভ দে বলেন, ‘বন্ধুসভা অনেক আগে থেকেই অনেক ভালো ভালো কাজ করে আসছে। আমাদের ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় সংগঠন হলো বন্ধুসভা। তাদের কাজ প্রশংসার দাবিদার।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাকরাইল সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শুভ্রত কুমার সাহা। উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক বারি ফাহিম, সুজন চন্দ্র দাস, বর্তমান সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক উম্মেহানী শিফা, সাংগঠনিক সম্পাদক এন্তাজুল ইসলামসহ অন্তত ১২০ জন বন্ধু।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে সাকরাইল সরকারি প্রাইমারি স্কুলের ৫২ শিক্ষার্থীর মধ্যে ‘মেধা অন্বেষণ পরীক্ষা’ শিরোনামে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন বিজয়ীদের মধ্যে সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও পাঁচ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তিস্বরূপ সনদ ও আর্থিক সহযোগিতা করা হয়। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারী সবাইকে একটি করে কলম দেওয়া হয়।

সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা