‘সংবাদ ও প্রতিবেদন এক নয়। নিত্য ঘটে যাওয়া ঘটনার বর্ণনাই হলো সংবাদ। সংবাদ তাৎক্ষণিক বা দিনের ঘটনাটি দিনেই প্রকাশ করতে হয়। সংবাদ লিখতে হলে “ফাইভ ডব্লিউ ওয়ান এইচ” ফর্মুলা জানতে হবে। ফাইভ ডব্লিউতে কী, কে, কখন, কোথায়, কেন এবং কীভাবে বোঝানো হয়। একটি সংবাদ লিখতে এ পাঁচটি প্রশ্নের উত্তর অবশ্যই উল্লেখ করতে হবে। সংবাদটি কোন সোর্স থেকে পাওয়া গেছে, তা অবশ্যই তুলে ধরতে হবে। প্রশ্নের উত্তরগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে যেন শ্রোতা বা পাঠকের সন্তুষ্টি অর্জন করা যায়।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সংবাদ লেখাবিষয়ক কর্মশালায় এ কথাগুলো বলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। ২৫ মার্চ জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিদিন সংবাদ পড়া, শোনা বা দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে সহজেই সংবাদ সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। সংবাদ লেখা সম্ভব হবে।’
কর্মশালায় সংবাদ লেখা বিষয়ে আরও আলোচনা করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর।
কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু রামিজ আহমেদ, উৎস আসেফ, মুশফিক মাহাদীসহ অন্যরা।
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা