কুমিল্লায় সরকারি শিশু পরিবারে একদিন

কর্মসূচি শেষে শিশুদের সঙ্গে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কুমিল্লা নগরী থেকে তিন কিলোমিটার উত্তর-পূর্বে গোমতী নদীর পাশে সংরাইশ সরকারি শিশু পরিবার প্রাঙ্গণ। ৭৪ জন শিশু তাদের হাজারো স্বপ্ন নিয়ে এই পরিবারে মিলেমিশে বাস করছে। তাদের মধ্যে কেউ শিক্ষা জীবনে পা দিয়েছে কেউবা এখান থেকেই উচ্চমাধ্যমিক পাস করে উচ্চতর পর্যায়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তাদেরও স্বপ্ন স্বাবলম্বী হয়ে দেশের ও দশের সেবায় নিজেকে আত্মনিবেদিত করার।

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে ১ নভেম্বর সরকারি শিশু পরিবারের এই শিশুদের সঙ্গে আনন্দ উৎসব ও মধ্যাহ্নভোজন করেছে কুমিল্লা বন্ধুসভা। কিছু সময়ের জন্য বন্ধুরা হারিয়ে যান তাঁদের শৈশবে।

বন্ধুদের সঙ্গে এই আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক শাহাদাত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান, কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা আলমগীর খান, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, সংগঠক আইরিন মুক্তা, শামিমা আক্তার, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মাহমুদা আক্তার, সাবেক সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সামসুজ্জোহা মৃদুল, প্রশান্ত কর্মকার, ফারিহা ইসলামসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বন্ধুসভা