দিনাজপুর বন্ধুসভার পাঠচক্র

প্রথম আলো দিনাজপুর অফিসে পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ আ ড্রিম’ নিয়ে পাঠচক্র করে দিনাজপুর বন্ধুসভা। ১১ জুলাই প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা ভাষণটির ঐতিহাসিক প্রেক্ষাপট, মানবাধিকার আন্দোলনের গুরুত্ব এবং ভাষার কাব্যিক সৌন্দর্য নিয়ে আলোচনা করেন। এই ভাষণ ন্যায়, সমতা ও মানবতার প্রতি দায়বদ্ধ থাকতে উদ্বুদ্ধ করে।