একুশে বইমেলায় ভৈরব বন্ধুসভার নাটক ‘প্রীতিলতা’ মঞ্চায়ন

ভৈরব বন্ধুসভার মঞ্চ নাটক ‘প্রীতিলতা’ছবি: বন্ধুসভা

কিশোরগঞ্জের ভৈরবে শেষ হয়েছে ২৮তম একুশে বইমেলা। সেখানে প্রতিবছরের মতো এবারও ভৈরব বন্ধুসভা একটি নাটক মঞ্চায়ন করেছে। ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় ভৈরব রাজকাচারি প্রাঙ্গণে একুশে বইমেলা মঞ্চে এটি মঞ্চায়িত হয়। ‘প্রীতিলতা’ নামে এই নাটক ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও সংগ্রামের ওপর ভিত্তি করে নাটকটি প্রদর্শিত হয়।

নাটকটির নির্দেশনা দিয়েছেন ভৈরব বন্ধুসভার উপদেষ্টা সুমাইয়া হামিদ। প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন বন্ধু অন্বেষা রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিধি (ছোট প্রীতিলতা), মুনিয়া (ছোট কল্পনা দত্ত), শ্রেষ্ঠা (প্রীতিলতার মা), মোশারফ (প্রীতিলতার বাবা), প্রীতি সাহা (কল্পনা দত্ত), মহিমা মেধা (লীলা রায়), মোশারফ রাব্বি (মাস্টারদা সূর্য সেন), নাফিস রহমান (রামকৃষ্ণ), রাহিম আহমেদ (ব্রিটিশ অফিসার), তানু (সাবিত্রী দেবী), অনিক (ভোলা)সহ আরও অনেকে।

ভৈরব বন্ধুসভার মঞ্চ নাটক ‘প্রীতিলতা’
ছবি: বন্ধুসভা

নাটকটির লাইটিং পরিচালনা করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইফতি আহমেদ। এ ছাড়া মঞ্চের পেছনে অন্য বন্ধুরা সহযোগিতা করেছেন, যা নাটকটিকে সফলভাবে মঞ্চায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। প্রীতিলতার পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেওয়ার দৃশ্য দেখে অনেকের চোখে পানি টলমল করছিল। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও প্রশংসায় মুখর হয়ে ওঠে মঞ্চ। নাটক শেষে উপদেষ্টা সুমাইয়া হামিদ দিয়া বলেন, ‘প্রীতিলতার মতো বিপ্লবী নারীর সংগ্রামের গল্প মঞ্চে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। তাঁর জীবনকাহিনি নিয়ে খুব বেশি নাটক মঞ্চায়িত হয়নি। তাই এ বছর আমরা তাঁকে নিয়েই নাটক করার সিদ্ধান্ত নিয়েছি।’

ভৈরব বন্ধুসভার নাট্যদল
ছবি: বন্ধুসভা

প্রতিক্রিয়ায় ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী বলেন, বইমেলার মঞ্চে প্রতিবছরই ভৈরব বন্ধুসভা নতুন ধারার নাটক মঞ্চায়ন করে, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আজকের নাটকটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হলেও এর বার্তা বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক।

নাটক শেষে ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু ও সাধারণ সম্পাদক এরফান হোসেন বইমেলা পরিষদ ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক সম্পাদক, ভৈরব বন্ধুসভা